তরুলতা'কে, ২০২০

বাংলা রেনেসাঁসের আকাশে ক্ষণস্থায়ী নক্ষত্র, ২১ বছরের সংক্ষিপ্ত জীবনে একটি নয়, দু-দুটি বিদেশি ভাষাতে তার সাহিত্যকীর্তির পরিচয় রেখেছে সে - কবিতা, অনুবাদ, উপন্যাসে তার প্রতিভার ব্যঞ্জনা আজও প্রাসঙ্গিক। মাত্র ২১ বছরেই জীবনদীপ নিভে গেলেও, 'সাবিত্রী'র উপাখ্যানে, 'সনেট-বাগমারি'র অবিস্মরণীয় পঙ্‌ক্তিগুলিতেই বেঁচে থাকে তরু। বাংলা রেনেসাঁসের সময়কালের নারীত্বের অন্যতম প্রতীক তরু দত্ত (১৮৫৬-১৮৭৭), ৩০আগস্ট তরুর মৃত্যুদিনে শ্রদ্ধার্ঘ্য।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 30 August, 2020 | 888 | Tags : Bengal renaissance Toru Dutta feminism role of women in Indian culture